কিছুদিন আগে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরিণীতির চাচাতো বোন মীরা চোপড়া। দীর্ঘদিনের প্রেমিক সন্দীপ সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই অভিনেত্রী।
জুম টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মীরা-সন্দীপ।
একটি সূত্র জুম টিভিকে বলেন, ‘মীরা চোপড়া খুব আনন্দঘন সময় পার করছেন। এখনো পুরোদমে বিয়ের প্রস্তুতি শুরু করেননি। খুব শিগগির প্রস্তুতি শুরু করবেন। কারণ বিয়ের জন্য আরো দুই মাস সময় তার হাতে রয়েছে।’
২০০৫ সালে তামিল ভাষার ‘আনবে আরুইরিয়ে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা চোপড়া। এরপর তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেন মীরা। ২০১৪ সালে ‘গ্যাং অব গোস্টস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। তারপর বেশ কটি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী
বাংলা৭১নিউজ/এসএইচ