মিয়ানমারের সামরিক জান্তা ২.৫ বিলিয়ন ডলারের একটি বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন করেছে। বিদ্যুৎ কেন্দ্রটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে চলবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি চীনা কোম্পানিগুলো নির্মাণ ও পরিচালনা করবে।
প্রকল্পটির নাম লিন চায়িং এবং এটি আয়ারওয়াদি অঞ্চলে নির্মিত হবে। প্রকল্পটি মিয়ানমার বিনিয়োগ কমিশনের (এমআইসি) ঘোষিত ১৫টি নতুন বিনিয়োগের মধ্যে ছিল।
বিদ্যুৎ কেন্দ্রটি ১,৩৯০ মেগাওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করবে। তিনটি চীনা কোম্পানি এই প্রকল্পের ৮১% মালিকানা পাবে এবং মিয়ানমারের সুপ্রিম গ্রুপ অব কোম্পানি ১৯% মালিকানা পাবে।
সূত্র: রয়টার্স।
বাংলা৭১নিউজ/এবি