বাংলা৭১নিউজ, ডেস্ক: মিয়ানমারে বার্তাসংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকসহ সেখানে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আজ বৃহস্পতিবার বলেছেন, মিয়ানমারের ইয়াঙ্গুনে দুই সাংবাদিককে আটকের ঘটনা এ বার্তাই দিচ্ছে যে, সেদেশে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে।
তিনি আটক দুই সাংবাদিকের মুক্তির জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের নাজুক মানবাধিকার পরিস্থিতিই এখন উদ্বেগের সবচেয়ে বড় কারণ। রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়টির সঙ্গে সাংবাদিক আটকের ঘটনার সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গুতেরেস।
ইয়াঙ্গুনে আটক দুই সাংবাদিক হলেন ওয়া লোন ও কিয়া সো ও। মিয়ানমারের সংবাদপত্র ফ্রন্টিয়ার মিয়ানমারের তথ্যানুসারে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের একটি মানচিত্র এবং সেনাবাহিনীর একটি প্রতিবেদন পাওয়ায় তাদের আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।
মিয়ানমারের রাখাইনে গত ২৫ আগস্ট সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে এক জরিপ চালানোর পর আন্তর্জাতিক সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:পার্সটুডে/বিকে