শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তোফাজ্জল হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আ.লীগ নেতা গ্রেপ্তার উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে ঢাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধের ৪৮ দিন পর মারা গেলেন নয়ন জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন দক্ষিণ সিটিকে মশার ওষুধ সরবরাহ করবে উত্তর সিটি পার্বত্য তিন জেলায় সংঘর্ষ, যা জানালো আইএসপিআর শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন, বাড়ি সরিয়েছে ২০০ পরিবার তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় বন্যায় নিহত ২৮৫ ঢাকায় আরেক ব্যক্তিকে পিটিয়ে হত্যা জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরবেন ড. ইউনূস দীঘিনালায় সংঘাত : শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দ্বিতীয় ইনিংসেও এক অঙ্কে আটকা রোহিত যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা শেখ হাসিনা রেহানা জয়সহ ৩৮৮ জনের বিরুদ্ধে হত্যার আরেক মামলা ইউক্রেনে প্রাণ হারিয়েছে ৭০ হাজার রুশ সেনা

মিয়ানমারের প্রতিনিধি দলের রোহিঙ্গা বস্তি পরিদর্শন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কক্সবাজার: মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় পরামর্শক অং সান সুচি গঠিত ১১ সদস্যের তদন্ত কমিশন রোববার বিকেলে কুতুপালং নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন।

এ সময় প্রতিনিধিদল নতুন আশ্রয় নেওয়া অর্ধশতাধিক নির্যাতিত নারী ও পুরুষের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেনি তদন্ত কমিশন।

তদন্ত কমিশনের সফরকালে ক্ষুব্ধ রোহিঙ্গারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

দুপুর ৩টার দিকে তদন্ত কমিশনের সদস্যরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শনে আসেন। রাখাইন প্রদেশের মংডুসহ বিভিন্ন এলাকায় দেশটির সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হওয়া, ঘরবাড়ি হারিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণ করেন তারা। তারা বিকেলে নির্যাতনের শিকার অন্তত ২৫ জন নারীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন। সাক্ষাৎস্থলে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা যাওয়ার আগ্রহ জানালেও শরণার্থীদের সেবায় নিয়োজিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) কয়েকটি এনজিও’র কর্মকর্তারা তাতে বাধা দেন।

মিয়ানমারের উপরাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছেন। এ কমিশনের সামনে অন্তত ১৮ জন ধর্ষিতা নারী, ১২ জন গুলিবিদ্ধ আহত, ৫-৬ জন অন্যভাবে আহত রোহিঙ্গা বক্তব্য দেন।

কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শনকালে ব্যানার সহকারে শত শত রোহিঙ্গা কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসব অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আর্ন্তজাতিক অপরাধ আদালতের মাধ্যমে বিচার দাবি করেন।

আলোচনায় অংশ নেওয়া রোহিঙ্গারা জানান, আরকানের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা সম্পর্কে কমিশনের সদস্যরা জানতে চাইলেও একবারও রোহিঙ্গারা মিয়ানমার ফিরে যাবে কি না- তা জানতে চাননি।

গত ৯ অক্টোবর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চৌকি সন্ত্রাসীদের দ্বারা আক্রান্তের ঘটনায় অপারেশন ক্লিয়ারেন্স নামে প্রায় চার মাস ব্যাপী রাখাইন প্রদেশের মংডু, বুচিডং, আকিয়াবসহ বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত পাড়া, গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে তাণ্ডব চালানো হয়। এ প্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়।

তদন্ত কমিশনের সদস্যরা আজ উখিয়ার বালুখালীতে নতুন রোহিঙ্গা বস্তি ও টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তি পরিদর্শন করবেন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com