বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি জানান, পূর্ব এশিয়ার এই দেশটি গণতন্ত্রের অগ্রগতি সাধনে অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে।
মিয়ানমারের সরকার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ বলে যে নিষেধাজ্ঞা, প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশে তা তুলে নেয়া হোলো।
গত নভেম্বরের নির্বাচনে প্রাক্তন বিরোধী দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
প্রেসিডেন্ট ওবামা বলেন, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, যেমন জনগণের বৃহত্তর স্বাধীনতা, রাজনৈতিক বন্দীদের মুক্তি আশার সঞ্চার করেছে।
বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি গত মাসে হোয়াইট হাউজে এ প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রেসিডেন্ট ওবামা তখনই নিষেধাজ্ঞা তুলে নেবার অঙ্গীকার করেছিলেন।
সূত্র: ভয়েস অফ আমেরিকা