মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। নির্বাচনের ফলাফল নিয়ে সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্বের প্রেক্ষাপটে সেখানে সেনা অভ্যুত্থান হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মিয়ানমারে এই সামরিক অভ্যুত্থানে বিশ্বনেতারা একে একে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ইতোমধ্যে ভারত, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে।
সামরিক অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমারে যা ঘটছে তা আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি। আমরা বিশ্বাস করি, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বজায় রাখতে হবে।’ সোমবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানায়।
এদিকে অভ্যুত্থানের পর মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সামরিক বাহিনী সমর্থিত ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। গত প্রায় এক সপ্তাহ ধরে সেনাবাহিনী আবার ক্ষমতা দখল করবে এমন গুঞ্জন চলছিল। প্রায় পাঁচ দশক ধরে মিয়ানমারের ক্ষমতায় ছিল দেশটির শক্তিশালী সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল এনএলডি জয় পায়। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে সেনাবাহিনী।
বাংলা৭১নিউজ/এমকে