বাংলা৭১নিউজ,ডেস্ক: চলতি বছর যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’র চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত হিয়াম হাফিজ উদ্দিন।
আগামী ৩ থেকে ৯ জুলাই ওয়াশিংটনের ‘ন্যাশনাল হারবার’ চূড়ান্ত লড়াইয়ে কুড়ি বছর বয়সী হিয়াম অংশ নেবেন ইলিনয় রাজ্যের শিকাগো সিটি থেকে।
ইলিনয়ের হান্টালিতে বসবাসরত আবু হাফিজ উদ্দিন ও নিলুফার হাফিজ উদ্দিন দম্পতির মেয়ে হিয়াম এ প্রতিযোগিতায় জয়ী হলে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।
ইউনিভার্সিটি অফ ইলিনয়ের আরবানা শ্যাম্পেনে ফিন্যান্স অ্যান্ড সিনেমা স্টাডিজের ছাত্রী হিয়াম শৈশব থেকেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ শিকাগোর সঙ্গে সম্পৃক্ত।
বাংলা৭১নিউজ/সিএইস