বাংলা৭১নিউজ, ডেস্ক: মিশরের সিনাই উপদ্বীপে জঙ্গি হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও হামলায় ১৫ জঙ্গিও নিহত হয়েছে।
শুক্রবার বির আল আবদ শহরের কাছে এ হামলা চালানো হয়। জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী।
সেনাবাহিনী জানায়, সিনাই প্রদেশের বন্দুকধারী গোষ্ঠী এর পেছনে রয়েছে। ২০১৪ সালে ওই গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে।
কর্মকর্তারা জানান, তল্লাশিচৌকিতে জঙ্গিরা হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।
হামলাকারী সংগঠনটি এর আগে আনসার বাইত আল-মাকদিস নামে পরিচিতি ছিল। আইএসের প্রতি আনুগত্য প্রকাশের পর নাম পাল্টে ফেলে।
মিশর থেকে ইসরায়েলে রকেট হামলা দিয়ে তৎপরতা শুরু করে সংগঠনটি। পরে মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে।
প্রসঙ্গত, ২০১৪ সালে নর্থ সিনাইয়ে হামলায় ৩৩ সেনা সদস্য নিহত হন।
বাংলা৭১নিউজ/এম