বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশ আটক করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করা হয় বলে অভিযোগ করেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের এই দুই নেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে এবং একই সময় রাত প্রায় সোয়া ৩টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।”
তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এসএস