বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই সাবেক সেনা সদস্য হত্যায় ৯ জনের যাবজ্জীবন ইতা‌লি ভিসাপ্রার্থীদের যে বার্তা দি‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ময়মনসিংহে ‘চাঁদাবাজ’ রানাসহ ৬ আ. লীগ নেতা গ্রেপ্তার নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে ছয়দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয় সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার

মির্জা ফখরুলের আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস এবং স্বতন্ত্রসহ মোট সাতজন প্রার্থীর মাঝে প্রতীক বন্টন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ শহরের খান্দার এলাকায় তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক পাবার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এসএমটি জামান নিকেতা (নৌকা), বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক) ও মিনহাজ মণ্ডল (আপেল)।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪১ কেন্দ্রে ইভিএম’এ ভোট গ্রহণ করা হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি চলছে।

এদিকে প্রতীক বরাদ্দ পাবার পরপরই আওয়ামী লীগ প্রার্থী এসএমটি জামান নিকেতা শহরে টেম্পল রোডে দলীয় কার্যালয় থেকে প্রচারণা শুরু করেন। তার পক্ষে ভোট চেয়ে মাইকিং শুরু হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, জাকির হোসেন নবাব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, ছাত্রলীগের নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, আসলাম আলী, আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বগুড়া-৬ (সদর) আসনটি খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে মির্জা ফখরুল নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ৮ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/পি.আর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com