বাংলা৭১নিউজ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ বরাবরের মতো চলতি বছরও এইচএসসি পরীক্ষার ফলাফলে তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। কলেজ থেকে বিজ্ঞান বিভাগে মোট ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের সকলেই জিপিএ-৫পেয়েছেন।
জিপিএ-৫ প্রাপ্ত কৃতিছাত্ররা হলেন- হোসাইন, সামিউল, আবরার, ইরফান, আবির, আনিন্দ, আবতাব, আহসান, সাফি, মেহেরাব, রহমান, ইনজাম, মোহাম্মদ, ইসতিয়াক, জাওয়াদ, ইসরাক, হাসান, রাদিপ, মাহফুজ, তানজিদ, মেহেদী, রাইয়ান, তাইমুর মির্জা, আতিক, মুসফিক, আলম, ফুয়াদ, বুলবুল, আলিফ, সুব্রত, আহমেদ, সাদমান, তুর্জ, আসিফ, তাহসিন, শাশ্বত সাহা, তৌসিফ, সাহরিয়ার, ইব্রাহিম, ইমন, নিয়ন, তানজিম, আব্দুল্লাহ, রাজন, আবিদ, সাব্বির, নাফিজ, আহনাব ও অলি।
ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল সম্ভভ হয়েছে বলে কলেজ অধ্যক্ষ বিমান রায় চৌধুরী ও অ্যাডজুডেন্ট মেজর মালেক জানিয়েছেন।
কলেজ থেকে মানবিক বিভাগে কোনো পরীক্ষার্থী ছিল না বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস