টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকের সঙ্গে মতবিনিমিয় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন।
আজ বৃহস্পতিবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়। প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক সভাপতি কিসমত খোন্দকার, নিরঞ্জন পাল, আবুল কাশেম খান, জাহাঙ্গীর হোসেন, সাবেক সহসভাপতি শামীম আল মামুন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুন, জহিরুল ইসলাম শেলী, এরশাদ মিঞা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য শিলা আক্তার প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন প্রেসক্লাব মির্জাপুরের সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন।
ইউএনও শাকিলা বিনতে মতিন তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাঁরা সমাজকে যেভাবে উপস্থাপন করবে সেভাবেই সমাজের পরিচিতি পাবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার আহবান জানান।
বাংলা৭১নিউজ/এবি