মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ‘নেতৃত্ব চাই যক্ষা নিমূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে জামুর্কী স্যার নবাব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে একটি র্যা লি বের হয়। র্যা লিটি জামুর্কী বাজার প্রদক্ষিন শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে আলোচনা সভা হয়। মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে এ র্যা লি ও আলোচনা সভা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাতের সভাপতিত্বে সভায় ডা. মো. শাহরিয়ার সাজ্জাত ছাড়াও আলোচনা করেন ডেমিয়েন ফাউন্ডেশনের সিনিয়র টিএলসিএ মো. আব্দুল হালিম, কার্তিক চন্দ্র বণিক, এস এম আবুল কাশেম, মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) ফয়সাল প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস