জয়দেবপুর-বঙ্গবন্ধু যমুনা সেতু রেল সড়কের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুস সত্তর মিয়া (৬০) নামে এক কৃষক মারা গেছেন। এসময় তার দুটি গরুও ট্রেনে কাটা পড়ে মারা যায়।
আব্দুস সত্তর মিয়া মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের খোকা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও মির্জাপুর ট্রেন স্টেশন সূত্র জানায়, কৃষক আব্দুস সত্তর মিয়া বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ঘাস খাওয়াতে দুটি গরু নিয়ে বাড়ির পাশে রেললাইনের পাশে যান। সকাল ৭টার দিকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে গরু দুটি দৌড় দেয়। এসময় গরুগুলোকে বাঁচাতে নিজেও গরুর পেছনে দৌড় দেন। একপর্যায় সত্তর মিয়া ও তার গরুগুলো ট্রেনে কাটা পড়ে মারা যায়।
পরে সকাল সাড়ে ১০টায় বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর ট্রেন স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, সকাল ছয়টা ৫৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন ছেড়ে যায়। পরে ওই ট্রেনের নিচে একজন কৃষক ও দুটি গরু কাটা পড়ে মারা গেছে বলে জানতে পেরেছি।
বাংলা৭১নিউজ/এসএইচ