বাংলা৭১নিউজ,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনরে সাবকে এমপি ও মির্জাপুর উপজলো জাতীয় পার্টির সহ-সভাপতি শাহ মোস্তানজিদুল হক খিজির ইন্তেকাল করছেনে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছেলি ৭৫ বছর। তিনি দীর্ঘৃদিন যাবৎ বার্ধ্যক্যজনিত নানা রোগে ভুগছলিনে।
১৯৭৯ সালে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে বিএনপির এমপি নির্বাচিত হন শাহ মোস্তানজিদুল হক খিজির। পরবর্তীতে তিনি জাতীয় পর্টিতে যোগদান করনে। তিনি মির্জাপুর উপজলোর আনাইতারা ইউনয়িন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর ঢাকার গোপীবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদে এবং উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর মরহুমের নিজ গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হবে বলে তার চাচাত ভাই শাহ মাজমুল হক চাঁন ময়না জানয়িছেনে ।
বাংলা৭১নিউজ/জেএস