বাংলা৭১নিউজ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জলকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক নোটিশে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জলকে মির্জাপুরে অবাঞ্চিত করা হয়।
সেই সাথে উপজেলার যেখানেই বিপ্লব মাহমুদ উজ্জলকে দেখা যাবে সেখানেই সংগঠনের নেতাকর্মীদের তাকে প্রতিহত করার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সমিতির বর্তমান সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ ও সহ-সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জ্বলের মধ্যে সোমবার সকালে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে অবাঞ্চিত করার মতো কোন কাজ আমি করিনি। সমিতির নির্বাচনে আমি যাতে সভাপতি পদে প্রার্থী হতে না পারি সেজন্য নানাদিক থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
আগামী ১২মে মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/জেএস