বাংলা৭১নিউজ,ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ।
দুদিনের ছুটিতে তিনি খুলনায় আছেন বাবা-মায়ের কাছে। নিঃসন্দেহে দারুণ খুশিতে আছেন মিরাজ। সেই খুশির মাত্রা এবার আরো বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ তিনি মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন। এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
এ বিষয়ে ব্যবস্থা নিতে খুলনার জেলার প্রশাসককে নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বল হাতে নেন ৭ উইকেট। এরপর দ্বিতীয় টেস্টে বল হাতে নেন ১২ উইকেট। অভিষেকে দুই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভাঙেন মিরাজ।
পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স করে সিরিজসেরা নির্বাচিত হন ১৯ বছর বয়সি তরুণ অলরাউন্ডার। আর সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে উঠে আসেন ৩৩তম স্থানে।
বাংলা৭১নিউজ/এম