বাংলা৭১নিউজ, চট্টগ্রাম : বেন ডাকেটকে দিয়ে শুরুটা করেছিলেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। স্টুয়ার্ট ব্রডকে তুলে নিয়ে শেষটাও তিনিই করলেন। ইংল্যান্ডের প্রথম ইনিংস থামলো ২৯৩ রানে।
প্রথম দিনের পাঁচটির সঙ্গে শুক্রবারের আরেক উইকেটে মিরাজ অভিষেকে সবচেয়ে কম বয়সে ৮০ রানে ৬ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন।
তার আগে স্পিনার সোহাগ গাজী অভিষেকে ৭৪ রানে ৬ উইকেট পেয়েছেন।
এরআগে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সাফল্য দ্বিতীয় দিনেও ধরে রাখে স্বাগতিক বাংলাদেশ।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম বলেই সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। তার বলে শর্ট-লেগে মুমিনুল হকের তালুবন্দি হয়ে ফিরে যান ক্রিস ওকস।
এরপর তার বলেই শর্ট-কাভারে সাব্বির রহমানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন আদিল রশিদ।
আর মিরাজের বলে উইকেটের পেছনে স্টুয়ার্ট ব্রড ক্যাচ দিলে সফরকারীদের ইনিংস থামে ২৯৩ রানে। অবশ্য উইকেটটি পেতে রিভিউ নিতে হয়েছে মুশফিককে, যা এই ম্যাচে বাজে আম্পারিংয়ের আরও একটি দৃষ্টান্ত হয়ে থাকলো।
বৃহস্পতিবার দিন শেষে ক্রিস ওকস ৩৬ এবং আদিল রশিদ ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। ইংল্যান্ড করেছিল ৭ উইকেটে ২৫৮। ক্রিস ওকসের স্কোর আর বাড়তে দেননি তাইজুল। তবে আদিল রশিদ ২১ যোগ করে ব্যক্তিগত স্কোর টেনে নেন ২৬ রানে। ব্রড করেন ১৩ রান।
প্রথম দিনের ৭ উইকেটের ৫টিই নিয়ে অভিষেকে রেকর্ড গড়েন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাকি দু’টি নেন সাকিব আল হাসান।
প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ২১ রানে ৩ উইকেট হারিয়ে এশিয়ায় তারা বিপর্যয়ের নতুন রেকর্ড গড়ে। পরে মঈন আলীর ৬৮ আর জনি বেয়াস্টোর ৫২ রানে ভর করে খেলায় ফেরে সফরকারীরা।
বাংলা৭১নিউজ/এন