বাংলা৭১নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
আজ ভোর ৬টার দিকে উপজেলা সদরের পূর্ব খুইয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত একজনের নাম জানা গেছে। তিনি ‘ইয়ং’ নামক পোশাক কারখানার অপারেটর শাহিদা আক্তার।
হাইওয়ে পুলিশের ওসি ফরিদ উদ্দিন জানান, ভোরে পূর্ব খুইয়াছড়া নামক স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি মাতৃকা হাসপাতালে নেয়া হলে সেখানে শাহিদা আক্তার মারা যান।
ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থাও গুরুতর।
গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি ফরিদ উদ্দিন।
বাংলা৭১নিউজ/সিএইস