বাংলা৭১নিউজ, প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেটম্যানের অবহেলার কথা আমরাও শুনেছি। বাকিটা তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, আজ ভোরে উপজেলার বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হন।
স্থানীয়রা এ ঘটনায় জানায়, রেলওয়ের এ অংশে যে গেটম্যান রয়েছেন, তার অবহেলার কারণেই এমন দুর্ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিদারুল হক জানান, এ ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস