বাংলা৭১নিউজ, ঢাকা: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পাইলট প্রকল্পের আওতায় আজ বুধবার ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরের মডেল ফার্মেসীর উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাননীয় নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহামেদ, এজিএম এন্ড ইনচার্জ হাসপাতাল ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ (ঢাকা) মোহাম্মদ আব্দুল হাই, ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরের সুপারিনটেনডেন্ট ডাঃ সিবগাতুর রহমান, সহকারী সুপারিনটেনডেন্ট (প্রশাসন) মোঃ হাসিনুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ,মার্কেটিং অফিসারবৃন্দ ও ফার্মেসী ইনচার্জ।
ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর মানবতার সেবায় নিয়োজিত একটি সেবা মূলক প্রতিষ্ঠান। বর্তমানে হাসপাতালটি সমৃদ্ধ হাসপাতালে পরিনত হয়েছে এবং মডেল হাসপাতাল হিসাবে সর্বমহলে স্বীকৃতি লাভ করেছে। এরই ধারাবাহিকতায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পাইলট প্রকল্পের আওতায় মডেল ফার্মেসী হিসাবে অত্র হাসপাতালের ফার্মেসীটি স্বীকৃতি লাভ করে ।
বাংলা৭১নিউজ/জেএস