রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

মিরপুরের বৃহত্তর এলাকায় গ্যাস নেই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর মিরপুরের বৃহত্তর এলাকায় আজ সকাল থেকে গ্যাস নেই। এতে ভোগান্তি পোহাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

মেট্রোরেলের কাজের জন্য গ্যাস লাইন সংস্কারের অংশ হিসেবে গ্যাস বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রোকেয়া সরণি, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৭, মিরপুর ৯, মিরপুর ১০, মিরপুর ১১, মিরপুর ১৩, মিরপুর ১৪, পল্লবী, কালশী, ইব্রাহিমপুর, কাফরুল প্রভৃতি এলাকায় আজ সকাল থেকে গ্যাস নেই।

ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, গত ছয় মাস ধরে মাঝেমধ্যে এভাবে গ্যাস বন্ধ রাখা হচ্ছে। গ্যাস বন্ধ রাখার ঘোষণা কখনো প্রচার করা হচ্ছে, কখনো হচ্ছে না।

গত বুধবার রাতে প্রথম আলোর এই প্রতিবেদকের কাছে সংশ্লিষ্ট এলাকার অনেকে ফোন করে জানতে চান, গ্যাস বন্ধ থাকার বিষয়ে আগাম ঘোষণার কোনো তথ্য আছে কি না।

প্রথম আলোর পক্ষ থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করা হলে জানানো হয়, গ্যাস বন্ধ করা হলে আগেই মাইকিং করা হবে।

মিরপুর ১৪ নম্বর এলাকার বাসিন্দা রিতা দেবনাথ বলেন, তাঁরা প্রচারমাধ্যম থেকে জানতে পারেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না। তাই তাঁরা সেভাবে প্রস্তুতি নেন। কিন্তু রাত ১১টায়ও গ্যাস ছিল। আজ সকালে গ্যাস পাওয়া যায়নি।

শেওড়াপাড়ার বাসিন্দা কবিরুল ইসলাম বলেন, গ্যাস থাকবে না মর্মে তাঁদের এলাকায় মাইকিং করা হয়নি। গ্যাস না থাকায় সকালে রান্না করা যায়নি।

মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা আহসান হাবিব বলেন, গ্যাস না থাকায় রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে হয়েছে। রেস্তোরাঁয় দীর্ঘ সারি ছিল। আবার খাবারের দামও রাখা হয়েছে বেশি।

মিরপুর ১৩ নম্বরের এক বাসিন্দার ভাষ্য, গ্যাস না থাকার বিষয়ে তাঁর এলাকায়ও মাইকিং করা হয়নি।

তিতাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ প্রথম আলোকে বলেন, পাঁচটি এলাকায় সংস্কারকাজের জন্য গতকাল রাতে গ্যাস বন্ধ করা হয়। রাতেই কাজ শেষ করার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তবে আজ দ্রুত গ্যাস চলে আসবে।

আশরাফের ভাষ্য, গ্যাস বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করার জন্য বলা হয়েছিল। কাজটি ঠিকভাবে করা হয়েছে কি না, তার খবর নেবেন তিনি।

তিতাসের এই কর্মকর্তা বলেন, মেট্রোরেলের কাজের জন্য লাইন সংস্কার করতে গিয়ে বারবার গ্যাস বন্ধ করতে হচ্ছে।

বাংলা৭১নিউজ/এম বি এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com