বাংলা৭১নিউজ,ডেস্ক: চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে, দেশের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের তৃতীয় দিনে সন্দেহভাজন ১ হাজার ১৩৫ জনকে আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতরাত থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, যশোর, চাপাইনবাবগঞ্জ, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতরাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ২২০ জনকে আটক করা হয়।
এদিকে, বরিশাল থেকে ২৯ জন এবং যশোর থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। রংপুরের ৮টি থানা থেকে এক জেএমবি সদস্যসহ ৯৫ জনকে এবং রাজশাহী থেকে ৬০ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া, টাঙ্গাইলে ৫২, জয়পুরহাটে ৪৮, চাঁপাইনবাবগঞ্জে ৪৪, ঝিনাইদহে ৬৪, পঞ্চগড়ে ১৯, ময়মনসিংহে ১৮, কিশোরগঞ্জে ৭৫, ফেনী থেকে ৩৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ এবং পিরোজপুর থেকে ৯ জনকে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইস