বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখাীলর বাউফলে এক সাথে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মা ও ছেলে । মায়ের নাম জেসমিন আক্তার। আর ছেলের নাম মো. সাইফুল্লাহ্ বিন জাকারিয়া। মা পেয়েছেন জিপিএ ৩.৬০ এবং ছেলে পেয়েছে জিপিএ ৪.২৮।
জানা গেছে, জেসমিন আক্তারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাইফুল্লাহ্ বিন জাকারিয়া সবার ছোট। স্বামীর নাম মোঃ জাকারিয়া খান। তাদের বাড়ি উপজেলার কালিশুরী বন্দর এলাকায়।
তার বড় মেয়ে সাইয়েদা আক্তার প্রাণীবিদ্যা বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মেঝ মেয়ে আফছা বেগম অর্থনীতি বিষয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী।
জেসমিন আক্তার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর ছালেহিয়া দাখিল মাদরাসায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে পড়াশুনা করেন। ওই মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৬০ পেয়ে কৃতকার্য হন।
পরীক্ষার কেন্দ্র ছিল কনকদিয়া স্যার সলিমুল্লাহ্ স্কুল এন্ড কলেজ। আর ছেলে মোঃ সাইফুল্লাহ্ বিন জাকারিয়া একই উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ফজলুল হক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.২৮ পেয়ে কৃতকার্য হন। পরীক্ষার কেন্দ্র ছিল কালিশুরী ডিগ্রী কলেজ।
জেসমিন আক্তার বলেন,‘প্রাথমিকের গন্ডি পার হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে। স্বামীর সহযোগিতায় পড়াশুনা চালিয়ে যাচ্ছি। আমি একজন উচ্চ শিক্ষিত মা হতে চাই।’
রাজাপুর ছালেহিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ নুরুল ইসলাম বলেন,‘এ বছর তার মাদরাসা থেকে ২০ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৯ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জেসমিন আক্তার বয়স্কা নারী হয়েও অনেক ভালো ফলাফল করেছেন।’
বাংলা৭১নিউজ/জেএস