নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি আল জুবায়ের স্বপ্নীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। জুবায়ের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় মাতৃসদন নামের একটি বাড়ির ৬ তলার ফ্ল্যাটে ঢুকে মা ও তার অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে হত্যা করেন জুবায়ের। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএম