বাংলা৭১নিউজ, ঢাকা: কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগের হামলার বিষয়টি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানকে অবহিত করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন।
আজ দুপুরে সমিতির নের্তৃবৃন্দ মাহমুদুর রহমানের উপরে হামলার বিষয়ে পত্রিকার প্রতিবেদন সুপ্রিম কোর্ট আপিল বিভাগে উপস্থাপন করে এ বিষয়ে প্রতিকার চান। প্রধান বিচারপতি বিষয়টি দেখবেন বলে জয়নাল আবেদিনকে আশ্বস্থ করেন।
হামলার বিষয়টিকে হৃদয় বিদারক আখ্যা দিয়ে সর্বোচ্চ আদালতের উদ্দেশ্যে জয়নাল আবেদিন বলেন, কোর্ট কাচারি রক্ষা করার দায়িত্ব সর্বোচ্চ আদালতের। আমরা বিবেকের তাড়নায় আইনজীবী সমিতির পক্ষ থেকে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
তিনি বলেন, বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দেয়া হয়।
আপনারা আমাদের বিচারিক আদালতে যাওয়ার কথা বলেন। কিন্তু সেখানে যে কত বিপদজনক অবস্থা সেটা আপনাদের অবহিত করলাম। এসময় প্রধান বিচারপতি বলেন- বিষয়টি আমি দেখব। সূত্র: মানবজমিন অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস