বাংলা৭১নিউজ, ঢাকা: রোববার রাত থেকে হঠাৎ খবরের শিরোনাম ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, মাশরাফি বিন মুর্তজা।
বোর্ড সভাপতি পাপন স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইঙ্গিত দিয়েছেন, ‘মাশরাফি তার শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। দেশে ফিরে অবসরের ঘোষণা দিবে।’ এ খবর বাতাসে ছড়িয়ে যাওয়ার পর থেকে বোর্ড সভাপতির রাতের ঘুম হারাম! এ সংবাদে স্তম্ভিত পুরো বাংলাদেশ। রাতেই স্থানীয় আরেকটি টিভি চ্যানেলকে বোর্ড সভাপতি বলেন, ‘মাশরাফির অবসরের খবর ভিত্তিহীন, গুজব।’ কোনটায় বিশ্বাস রাখবে মাশরাফি-ভক্তরা?
রাতের পর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আবারও বোর্ড সভাপতি মুখোমুখি গণমাধ্যমের। কথা দিলেন একেবারে সংবাদ সম্মেলন করেই সব জানাবেন। সোমবার সংবাদ সম্মেলনে সভাপতি সরাসরি বললেন,‘সকাল থেকে মাশরাফির অবসর নিয়ে যেসব কথা উঠেছে তার কোনো ভিত্তি নেই। যেটা রটেছে তা সম্পূর্ণই গুজব।’ বরং বোর্ড সভাপতি উল্টো বললেন, ‘মাশরাফি যতদিন ফিট থাকবে, ততদিন খেলবে। এমনকি তার নেতৃত্ব নিয়েও কোনো সংশয় নেই। নেই কোনো শঙ্কাও।’
১৬ বছর ক্রিকেটে দাপট দেখানো মাশরাফিকে খুব কাছ থেকে দেখেছেন বোর্ড সভাপতি। তার দাবি, মাশরাফি তার সঙ্গে কথা না বলে অবসরের মতো বড় সিদ্ধান্ত কখনোই গ্রহণ করবেন না। তার ভাষ্য, ‘মাশরাফির সঙ্গে আমার যে সম্পর্ক তাতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সে আমার সঙ্গে কথা বলে নেবে। আজ সকালেও তার সাথে আমার কথা হয়েছে। নিউজিল্যান্ডে ম্যাচের আগে অবসর নিয়ে কোনো কথা হয়নি তার সাথে।’
সীমিত পরিসরের সিরিজ শেষে পরিবার নিয়ে নিউজিল্যান্ডে রয়েছেন মাশরাফি। সেখান থেকে সিডনিতে ঘুরতে যাওয়ার কথা তার। পরিকল্পনা করছেন অস্ট্রেলিয়াতে বিশেষজ্ঞ ডাক্তারকে হাতের আঙুল দেখিয়ে দেশে ফিরবেন।
বাংলা৭১নিউজ/এন