বাংলা৭১নিউজ, ঢাকা: খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়া সেই মাশরাফি ভক্ত মেহেদী হাসানকে এখনো মিরপুর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়া হবে বা আদৌ নেয়া হবে কী না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আফগানিস্তান তখন পরাজয়ের ক্ষণ গুনছিল। ম্যাচের বয়স ২৯তম ওভারে। হঠাৎ ওই যুবক দৌড়ে মাঠে ঢোকেন। তার পেছন পেছন পুলিশও ছুটে আসে।
মাশরাফি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যান। পরে নিজেকে সামলে নিয়ে ভক্তের দিকে হেঁটে যান। বুকে জড়িয়ে ধরেন। পুলিশকে বারবার অনুরোধ করেন, যেন ওর গায়ে হাত তোলা না হয়।
তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে রবিবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে সাধারণ ঘটনা হিসেবে উল্লেখ করেন, ‘এটা একটি সাধারণ ঘটনা। ক্রিকেট খেলা দেখতে এসে একজন হয়ত মাঠের মধ্যে ঢুকে পড়েছে। তবে এক্ষেত্রে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাংলা৭১নিউজ/এন