বাংলা৭১নিউজ, ঢাকা : বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি মুর্তজার ১৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন ‘মাশরাফি ট্রফি’ টুর্নামেন্টের আয়োজন করেছে।
রোববার ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়। দু’দিনের এই প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নিয়েছে।
মাশরাফিকে ডাকা হয় ম্যাশ বলে। তাই ছয় দলের নাম রাখা হয়েছে- ম্যাশ ঢাকা, ম্যাশ খুলনা, ম্যাশ রাজশাহী, ম্যাশ বরিশাল, ম্যাশ সিলেট ও ম্যাশ চট্টগ্রাম।
এছাড়া মাশরাফিকে উৎসর্গ করে সকল খেলোয়াড়দের জার্সি নম্বর থাকবে ‘২’।
আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/এন