মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব ধানমন্ডির কাকলি হাইস্কুল ও না.গঞ্জের ডিপিডিসি অফিসে দুদকের অভিযান দুই মাস পর চালু হলো পায়রার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

মাশরাফি ও জুনিয়র মাশরাফির জন্মদিন আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নড়াইল : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মুর্তজার ৩৩তম জন্মদিন আজ।

একইসঙ্গে তার ছেলে সাহেলেরও আজ জন্মদিন। বাপ-বেটার জন্মদিনকে ঘিরে মাশরাফি ভক্তদের মাঝে চলছে উৎসবের আমেজ। দিনব্যাপী আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।

মাশরাফির জন্ম ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায়। তার পিতার নাম গোলাম মুর্তজা স্বপন এবং মাতার নাম হামিদা বেগম বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়। ছোট ভাই সিজার মাহমুদও ক্রিকেট নিয়েই সময় কাটান। মাশরাফি বিয়ে করেছেন তার বাসা থেকে এক কিলোমিটার দূরে আলাদাতপুরে। তার স্ত্রীর নাম সুমনা হক সুমি।

মাশরাফির ৩৩তম জন্মদিন হলেও এর আগে কখনো আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়নি। জন্মদিন, বিবাহবার্ষিকীসহ এ ধরনের অনুষ্ঠানের প্রতি পরিবারের তেমন আগ্রহ নেই। তবে এ বছর মাশরাফির ভক্তরা জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানাগেছে।

মাশরাফি ফ্যানস ক্লাবের সদস্য নাঈমুর রহমান হৃদয় জানান, মাশরাফি বিন মুর্তজা ও জুনিয়র মাশরাফির (সাহেল) যৌথ জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি রয়েছে। তবে বিকালে মাশরাফির বাড়িতে কেক কাটবেন মাশরাফির মা হামিদা বেগম বলাকা। এ ছাড়া দোয়াসহ বেশ কিছু অনুষ্ঠান রয়েছে তাদের।

মাশরাফি ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ খায়রুল ইসলাম জানান, অধিনায়ক মাশরাফি ও জুনিয়র মাশরাফির জন্মদিন পালন উপলক্ষে বুধবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরিতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।

নড়াইল সদর উপজেলার বিছালী এলাকার চন্দন বিশ্বাস জানান, শতগুণে গুণান্বিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিনে বিছালী এলাকায় একটি ভ্রাম্যমান লাইব্রেরি চালু করা হচ্ছে। এ ছাড়া জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সৈয়দ তারিকুল ইসলাম শান্ত জানান, জন্মদিন উপলক্ষে বিকাল ৫টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে র‌্যালি বের করা হবে। এ ছাড়া কেক কাটাসহ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করা হবে।

এদিকে ছেলে ও নাতির জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফির মা হামিদা বেগম বলাকা। তিনি জানান, মাশরাফি এখন ঢাকায় ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত রয়েছে। মাশরাফি যাতে সুস্থ্য থাকতে পারে এবং আগামীতে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি মাশরাফির ছোট ভাই সিজার মাহমুদ টাইফয়েডে আক্রান্ত হওয়ায় তার জন্যও দোয়া চেয়েছেন।

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘মাশরাফি আমাদের দেশের সম্পদ। সে যেন আগামীতে দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে সেই প্রত্যাশা করি’।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com