বাংলা৭১নিউজ, ডেস্ক: কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ক্যারিয়ারের শেষ টি ২০ ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা।
সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে ড্রয়ের পর সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে একই ভেন্যুতে মঙ্গলবার প্রথম টি ২০ ম্যাচ খেলে টাইগাররা।
তবে ম্যাচের আগে এক ফেসবুক বার্তা এবং টসের সময় আনুষ্ঠানিকভাবে মাশরাফি জানান, এই সিরিজ পরেই তিনি আর টি ২০ খেলবেন না।
তার এই আচমকা সিদ্ধান্তে স্তম্ভিত টাইগার সমর্থক গোষ্ঠী। দলের সদস্যরাও তার অবসরের সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি।
তবে যে ক্রিকেটার আজীবন দেশের জন্য খেলেছেন তিনি চেয়েছেন তার এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনো বিতর্ক না হয়। শক্তভাবে যেন এগিয়ে যায় বাংলাদেশের ক্রিকেট।
২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি ২০ অভিষেক হয় মাশরাফির। অভিষেকের পর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
মাশরাফির নেতৃত্বেই দল টি ২০-তে সবচেয়ে বেশি নয়টি জয় পেয়েছে।
বোলার হিসেবে নিয়েছেন ৪১ উইকেট। এই ফরম্যাটে ১৯ রানে চার উইকেট তার সেরা বোলিং।
ব্যাট হাতেও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নড়াইল এক্সপ্রেস। ৫৩ ম্যাচের মধ্যে ব্যাট করার সুযোগ পেয়েছেন ৩৮ ইনিংসে। সর্বোচ্চ ৩৬ রানের সঙ্গে পুরো ক্যারিয়ারে ৩৭৭ রান করেন তিনি।
এদিকে বিদায়ী ম্যাচে অধিনায়ককে জয় উপহার দিতে উদগ্রীব দলের সবাই। জয়ই হবে তার যোগ্য উপহার।
মাশরাফির শেষ টি ২০ ম্যাচটা বাংলাদেশ জিতলে এবারের শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডের পর দুই ম্যাচের টি ২০ সিরিজও ১-১ এ ড্র হবে।
তবে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নয়, সফরের শেষ ম্যাচটিকে মাশরাফির বিদায় লগ্ন রাঙিয়ে রাখার উপলক্ষ হিসেবে নিয়েছে বাংলাদেশ দল। আজ শুধু মাশরাফির জন্য জিততে চান তামিম-সাকিবরা।
কলম্বোর টিম হোটেলে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন, ‘সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই। আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা দ্বিতীয় টি ২০ ম্যাচটা খেলব শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইব জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’
বাংলা৭১নিউজ/এম