মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুডু অঞ্চলে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২০৫ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও নেপালের নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য সান ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইকসোরা অ্যাপার্টমেন্টে অভিযান নিয়ে ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫ (১) (সি) এবং ৬ (১) (সি) এর আওতায় তাদের আটক করা হয়েছে।
হামিদি আদমের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, কভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কিনা, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। আটকদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না। অ্যাপার্টমেন্টে বসবাসরত ৪২৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০৩ জন পুরুষ ও দুই নারীর কাজের কোনো নথি না রাখার জন্যও আটক করা হয় তাদেরকে।
বাংলা৭১নিউজ/এআর