বাংলা৭১নিউজ, ফেনী: গুলিশানের হলি আটিজানে হামলায় জড়িত একজনের সঙ্গে ‘সম্পর্ক’ রয়েছে এমন অভিযোগ উঠা মালয়েশিয়ায় আটক পেয়ার আহম্মদ আকাশ এখন ফেনী কারাগারে।
পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রায়হান জানান, আকাশ এক সময় শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলো। সে দীর্ঘদিন এলাকায় না থাকায় জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে তিনি কিছুই জাননে না বলে জানিয়েছেন।
অপরদিকে ফেনী পুলিশ সুপার রেজাউল হক জানান, আকাশ অস্ত্র মামলায় ফেনী কারাগারে বন্দি থাকলেও তার বিরুদ্ধে জঙ্গি র্কাক্রমের কোন যোগসুত্র রয়েছে এমন কোন তথ্য প্রাথমিকভাবে জেলা পুলিশের জানা নেই।
আকাশের স্বজন, প্রতিবেশী, স্থানীয় ব্যক্তি ও পুলিশের একাধিক কর্মকর্তা জানান, জেলার দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা আকাশ ১৯৯৩ সালে শহরের শাহীন একাডেমী স্কুল থেকে এসএসসি পাস করেন।
স্কুলটি জামায়াত পরিচালিত স্কুল হওয়ায় ওই সময় থেকে তার ভগ্নিপতি ও জেলা জামায়াতের তৎকালীন নায়েবে আমির আবু ইউসুফের হাত ধরে জামায়াত-শিবিরের রাজনীতিতে যুক্ত হন আকাশ।
শহরের মহিপাল এলাকায় আকাশ টেলিকম নামে তখন তার একটি দোকানও ছিল। পরে সে সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্র-ব্যবসায় জড়িয়ে পড়ে। চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র থেকে খোয়া যাওয়া তিনটি ‘একে-৪৭ রাইফেল’ বিক্রি করার সময় ২০০৫ সালের ১৮ই সেপ্টেম্বর ফেনীতে র্যাবের হাতে আকাশসহ তিন জন আটক হয়।
পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সেসময় জিজ্ঞাসাবাদে আকাশ পুলিশকে জানিয়েছিলো, পুলিশের তৎকালীন সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিনের সহায়তায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে তিনি অস্ত্রগুলো বিক্রি করেন।
ওই মামলায় আকাশ জামিন পেয়ে পালিয়ে মালয়েশিয়া চলে যান। আটকের পর মালয়েশিয়া পুলিশ গত ২রা সেপ্টেম্বর মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে দেশে ফেরত পাঠায়। পরদিন ৩রা সেপ্টেম্বর আকাশকে ফেনীর দাগনভূইয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরদিন ৪ঠা সেপ্টেম্বর অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আকাশকে আদালতের মাধ্যমে ফেনী কারগারে পাঠানো হয়।
বাংলা৭১নিউজ/আরআর