শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গ্রেফতার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ১৬০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির অভিযোগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নাজিবকে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন গ্রেফতার করে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

গত ৯ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে পতন ঘটে রাজাকের। এর পরই তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এক কোটি ছয় লাখ ডলার অনুদান সরানোর অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়।

গত ২২ মে তাকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতিবিরোধী কমিশন। মালয়েশিয়ার উন্নয়নে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড (ওয়ানএমডিবি) নামে তহবিলে শতকোটি ডলার অনুদান দেয়া হয়।

ওই অর্থলুটে নাজিব জড়িত বলে ২০১৫ সালে অভিযোগ ওঠে। তবে ওই সময় প্রধানমন্ত্রী থাকায় ওই অভিযোগকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন নাজিব। তবে নির্বাচনে হেরে ক্ষমতা হারানোর পর এ অভিযোগে গ্রেফতার হলেন তিনি।

নাজিবের রাজনৈতিক দলের ব্যাংক হিসাব জব্দ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের রাজনৈতিক দলের দু’টি ব্যাংক হিসাব জব্দ করেছে দেশটির উৎকোচ বিরোধী সংস্থা। রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে টাস্কফোর্স।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রাষ্ট্রীয় তহবিল১ মালয়েশিয়া ডেভলপমেন্ট বারহাদ (১এমডিবি) থেকে নাজিব রাজাকের রাজনৈতিক দল ইউনাইটেড মালায়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দলটির বিরুদ্ধে কমপক্ষে ছয়টি দেশে অর্থ পাচারের তদন্ত চলছে।

মাহাথির মোহাম্মদ ক্ষমতায় আসার পর মালয়েশিয়া সরকার ১এমডিবি তহবিল থেকে অর্থ আত্মসাতের তদন্ত শুরু করে।

টাস্কফোর্সের বিবৃতি থেকে জানা গেছে, সম্প্রতি নাজিব রাজাকের রাজনৈতিক দল ইউএমএনও এর দু’টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেইসঙ্গে তাদের বেশ কয়েকটি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ জুন) ইউএমএনও’র ভারপ্রাপ্ত সভাপতি আহমদ জাহিদ হামিদিকে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন তলব করেছে। এসময় তাকে দু’টি ব্যাংক হিসাব জব্দের তথ্যও জানানো হয়।

তবে ইউএমএনও’র মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ ১এমডিবি তহবিল থেকে আত্মসাত করা হয়েছে। যার মধ্যে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে পাচার করা হয়েছে।

তবে শুরু থেকেই নাজিব রাজাক এসব অভিযোগ অস্বীকার করছেন। গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি জানান, ৭০০ মিলিয়ন মার্কিন ডলার সৌদির অর্থ সাহায্য।

নির্বাচনে হারের পর নাজিব রাজাকের মালয়েশিয়া থেকে বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা তাকে তলবও করে। এছাড়াও ১এমডিবি তদন্তের জন্য তার ব্যক্তিগত ব্যাংক হিসাব ও বাড়িতে অনুসন্ধান চালানো হয়।

দেশটির অর্থমন্ত্রী লিম গুয়ান ইং বলেন, চলতি মাসের প্রথম থেকেই মালয়েশিয়ান সরকার ১এমডিবি তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে। এছাড়া নাজিবের রাজনৈতিক দলের বিরুদ্ধেও তদন্ত চলছে।

দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, সরকার নাজিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ অনেক অভিযোগ তদন্ত করছে। সূত্র: এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com