বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আফ্রিকার দেশ মালিতে শান্তি মিশনে কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত সৈনিক জামালের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে তার পরিবারের নিকট হস্তান্তর শেষে দাফন সম্পন্ন হয়েছে। এরআগে শুক্রবার দুপুরে হেলিকপ্টার যোগে সেনাবাহিনীর একটি দল জামালের মরদেহ পৌঁছে দেয় গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ঘাসিয়াপাড়ার বাড়িতে। জামালের পিতা মেসের আলী ছেলের মরদেহ গ্রহণ করেন। এসময় তাঁর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। বেলা ৩টায় জানাযার নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় ধূমিহায়াতপুর ঘাসিয়াপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়। নিহত জামাল এসএসসি পাসের পর ২০০৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। যশোরে কর্মরত অবস্থায় গত বছরের মে মাসে মালি শান্তি মিশনে যান তিনি। তিন ভাই-বোনের মধ্যে জামাল ছিল সবার বড়। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
বাংলা৭১নিউজ/জেএস