বাংলা৭১নিউজ,ডেস্ক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালিতে কর্মরত বাংলাদেশ পুলিশের দুই কনস্টেবল ঘূর্ণিঝড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গত রবিবার আফ্রিকার ওই দেশটিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিহত হন দুই কনস্টেবল। তারা হলেন ছামিদুল ইসলাম (২৮) ও মোতাহার হোসেন (২৫)।
পুলিশ সদর দপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা একে এম কামরুল আহসান এ তথ্য জানান। তিনি বলেন, নিহতদের বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
চলতি মাসের ২ তারিখে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান ওই দুই কনস্টেবল। এক মাস পার হতে না হতেই লাশ হয়ে তাদের দেশে ফিরতে হচ্ছে। এ ঘটনায় গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
বাংলা৭১নিউজ/এসএইস