বাংলা৭১নিউজ,ডেস্ক: মালদ্বীপে যত মানুষ এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত তাদের মধ্যে অর্ধেকের বেশি (৫২.৬৩ শতাংশ) বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘রাজ্জি’।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া ২ হাজার ৯৪ জনের মধ্যে ১ হাজার ১০২ জন বাংলাদেশের নাগরিক। পাশাপাশি ১৯৪ জন নেপালের। ৩৮ জন ভারতের।
তবে আশার কথা হল দেশটির আক্রান্তদের মধ্যে ১ হাজার ৬৭০ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন আটজন। এর মধ্যে বাংলাদেশি ঠিক কতজন সেটি জানা যায়নি।
গত মঙ্গলবার মালদ্বীপে ২৯ জন নতুন রোগী পাওয়া যায়। এর মধ্যে স্থানীয় ছিল মাত্র একজন। ১৫ জনই বাংলাদেশি। বাকিরা নেপাল এবং ভারতের।
মালদ্বীপে এত বাংলাদেশি আক্রান্ত হওয়ার পেছনে শ্রমিকদের জীবনযাপনের ধরনকে দায়ী করছে দেশটি। প্রবাসী শ্রমিকেরা বাধ্য হয়ে অল্প জায়গায় গাদাগাদি পরিবেশে বসবাস করেন।
মালদ্বীপ সরকার বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার প্রবাসীকে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে সবশেষ গত মঙ্গলবার দেশে ফেরেন ২০০ জন।
বাংলা৭১নিউজ/জেআই