বাংলা৭১নিউজ, ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ইরাক যুদ্ধের পর দেশটি নিয়ে মার্কিন ভুল পরিকল্পনার কারণে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের উত্থান ঘটেছে। ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে শুনানির সময় হ্যামন্ড এ কথা বলেন।
২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর মার্কিন সরকার সাদ্দামের বার্থ পার্টির সমর্থকদেরকে ইরাকি সেনাবাহিনী থেকে গণভাবে সরিয়ে দেয়ার কারণে দায়েশ উত্থানের পথ খুলে গেছে। তিনি আরো বলেন, “আজকে আমরা যেসব সমস্যা দেখছি তার অনেক কিছুই তৈরি হয়েছে ইরাকি সেনাবাহিনী থেকে বাথ পার্টির সমর্থকদেরকে সরিয়ে দেয়ার বিষয়ে বিপর্যয়কর সিদ্ধান্ত নেয়ার ফলে।”
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরাক সংঘাতের পর এই পরিকল্পনা ছিল সবচেয়ে বড় ভুল। আমরা যদি ভিন্ন পথ অনুসরণ করতাম তাহলে অবশ্যই আমরা ভিন্ন ফলাফল দেখতাম।” তিনি বলেন, বাথ পার্টির বহু সমর্থক সেনা কর্মকর্তা বাহিনী ছেড়ে দায়েশে যোগ দিয়েছে এবং সন্ত্রাসীদের চেইন অব কমান্ডে অনেক বড় বড় পদ পেয়েছে। এরাই ইরাক ধ্বংসযজ্ঞের জন্য পেশাদার কোর গঠনে বড় ভূমিকা পালন করছে।
এর পাশাপাশি হ্যামন্ড বলেছেন, ব্রিটিশ সেনারা ইরাকে বেশিদিন থাকে নি কিন্তু ব্রিটেন সরকার সবসময় ইরাক ইস্যুতে বড় রকমের উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ করত। ইরাক আগ্রাসনে দশ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস