বাংলা৭১নিউজ,ঢাকা: সাংবাদিক সন্তোষ মণ্ডল নিউইয়র্কের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মণ্ডল মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) দুপুরে মারা যান তিনি। একসময়ে তিনি স্বনামধন্য ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচিত ছিলেন।
নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক দর্পণ কবীর তার ফেসবুকে এ খবর দিয়েছেন। সন্তোষ মণ্ডলের মরদেহ এখন ব্রুকলিনের একটি হাসপাতালে রয়েছে।
প্রসঙ্গত, প্রয়াত সন্তোষ মণ্ডল সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার হিসেবে চ্যানেল আইয়ে ছিলেন। এছাড়াও তিনি ডেইলি সানে কাজ করেছেন।
বাংলা৭১নিউজ/সিএইস