বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার দুপুরে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের জয়নগর বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাজারের ব্যবসায়ী গোপাল কুন্ডু। সংবাদ সম্মেলনে গোপাল কুন্ডুর পক্ষে তার ভাই শ্যাম কুমার কুন্ডু লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জনৈক দেলোয়ার হোসেন ও তার ভাই হিরু মুন্সী সম্প্রতি থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় গোপাল কুন্ডু ও তার ছেলে গৌতম কুন্ডু জোরপূর্বক ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যা মিথ্যা ও বানোয়াট।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জয়নগর বাজারের একটি জমি নিয়ে মুলত বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে হয়রানীমুলক মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর দেলোয়ার ও হিরু মুন্সী আসামী ও তাদের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকির কারনে বর্তমানে পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেবার আহবান জানানো হয় প্রশাসনের কাছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ সাহা, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রশান্ত সাহা, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মোল্যা,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাইদুর রহমান সজল, মুক্তিযোদ্ধা মুন্সী শফিউদ্দিন, স্থানীয় কয়ড়া কালি মন্দিও কমিটির সহ সভাপতি অজিত কুন্ডু, জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস