বুধবার, ০১ মে ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড ‘প্রবাসীদের সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’ দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৯ হাজার বই দিলো বিকাশ ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

মামলার জট কমাতে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতির আহ্বান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, টাঙ্গাইল : রাষ্ট্রপতি আবদুল হামিদ মামলার জট কমাতে বিচার বিভাগ, আইনজীবী ও পুলিশ প্রশাসনকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর পরামর্শ দিয়ে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ এখানে জেলা আইনজীবীদের বার সমিতির ১২৫ বছর উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এটি অবশ্যই মনে রাখতে হবে যে আইন জনগণের জন্য।

আইন প্রয়োগে ধনী ও দরিদ্রের সম-অধিকার নিশ্চিত করতে আইনজীবীরা ভূমিকা রাখতে পারে। সমাজ থেকে অসাম্য ও অবিচার দূর করতে আপনাদের ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রাতি বলেন, বিচার ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা অনস্বীকার্য এবং আইনজীবী পেশা এমন একটি পেশা যেখানে সমাজের কল্যাণের পাশাপাশি জীবিকা নির্বাহ নিশ্চিত করা সম্ভব।

আইনজীবী পেশাকে একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে কোন ফি না নিয়ে অন্তত একটি মামলা পরিচালনার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানান।

রাষ্ট্রপতি বলেন, আমি আপনাদের প্রতি একটি অনুরোধ রাখতে চাই, প্রত্যেক আইনজীবী বছরে অন্তত একটি মামলা অসহায় দুস্থদের কাজ থেকে কোন ফি না নিয়ে পরিচালনা করবেন।

আপনারা যদি এটি করেন তাহলে সমাজে পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হবেন। রাষ্ট্রপতি নিজেও একজন আইনজীবী ছিলেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অস্বচ্ছলতার কারণে বিপুলসংখ্যক মানুষ আইনের আশ্রয় নিতে পারে না।

তিনি বলেন, যারা অস্বচ্ছল, অসহায় ও বঞ্চিত সেই লোকদের দোরগোড়ায় আইনী সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্ট-২০০০ অনুমোদন করেছে।

সংসদে আইনজীবীদের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সংসদ আইন তৈরির কেন্দ্র এবং ১৯৭০ ও ১৯৭৩ সালের সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশই ছিলেন আইনজীবী। তবে এই সদস্য সংখ্যা ধীরে ধীরে কমে এসেছে।

রাষ্ট্রপতি বলেন, টাঙ্গাইল বার ১৮৮৭ সালে গঠিত হয় এটি দেশের অন্যতম প্রাচীন বার। এই বারটি জনগণের জন্য সুবিচার নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

পাশাপাশি এই বারের বিজ্ঞ আইনজীবীরা ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে।

বার সভাপতি এডভোকেট মুলতান উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, এডভোকেট জহিরুল ইসলাম ও এডভোকেট মোহসিন সিকদার অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এর আগে রাষ্ট্রপতি টাঙ্গাইল জেলা আইনজীবীদের বার সমিতির ভিত্তিপ্রস্তর স্থাপন কর

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com