সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন

মানুষকে কষ্ট দেওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২২ বার পড়া হয়েছে

পৃথিবীতে শাশ্বত শান্তি প্রতিষ্ঠা করতে ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছে। শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে ইসলাম যুদ্ধ করার কথা বলেছে। অশান্তি আর অন্যায়ের মূলে আঘাত হেনেছে। ইসলাম অন্যায়কে আশ্রয় দেয় না। উৎপীড়নকে সহ্য করে না।

উৎপীড়ন করা গুনাহ : বিনা দোষে কাউকে উৎপীড়ন করা নিকৃষ্ট কাজ। উৎপীড়নকারীকে আল্লাহ অপছন্দ করেন। উৎপীড়নকারীর ঝুলিতে গুনাহ লেখা হয়। উৎপীড়নে আহত মানুষটি অত্যাচার নির্যাতনে ম্রিয়মাণ হয়ে পড়েন। সংকীর্ণ হয়ে যায় তার মন ও মনন। রুদ্ধ হয়ে যায় বেড়ে ওঠার পথ। সমাজের পরতে পরতে সবলরা অধীনদের বিনা কারণে পীড়া দেয়, হেয় করে, অসম্মান করে। ফলে ব্যক্তি হারিয়ে ফেলে চেতনার পুষ্প পল্লবিত আগ্রহ। উৎপীড়ন নিষিদ্ধ করে আল্লাহ বলেন, ‘যেসব লোক বিনা দোষে মুমিন পুরুষ ও নারীকে কষ্ট দেয়। তারা অতি বড় একটা মিথ্যা অপবাদ ও সুষ্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় তুলে নেয়।’ (সুরা : আহজাব, আয়াত : ৫৮)

মুমিন কষ্ট দেয় না : বাবা আদম (আ.)-এর আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে মুসলমান মানুুষের বসবাস শুরু হয়। এক আল্লাহর ওপর বিশ্বাসী হিসেবে আদম (আ.) পৃথিবীর প্রথম মুসলমান ও প্রথম মানুষ। তবে আনুষ্ঠানিকভাবে ইবরাহিম (আ.) এক আল্লাহর ওপর বিশ্বাসী মানুষের নাম মুসলমান রেখেছেন। সে অর্থে ইবরাহিম (আ.)-কে মুসলমানদের জাতির পিতা বলা হয়। কোরআনে বর্ণিত হয়েছে, ‘এবং জিহাদ করো আল্লাহর পথে যেভাবে করা উচিত।

তিনি তোমাদের  মনোনীত করেছেন। তিনি দ্বিনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইবরাহিমের মিল্লাত। আগে থেকেই তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম।’ (সুরা : হজ, আয়াত : ৭৮)

মুমিনের পরিচয় : মুহাম্মদ (সা.) প্রকৃত মুসলমানের পরিচয় বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়েছেন। ব্যক্তি মুসলমান হতে হলে এক আল্লাহর ওপর বিশ্বাসের পাশাপাশি উত্তম কাজ করতে হবে। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে হবে। নিজেকে উত্তম আদর্শের বাহুডোরে বাঁধতে হবে।

জিহ্বা সংযত রাখতে হবে। অনর্থক কারো ওপর উদ্যত করা যাবে না হাত। মানুষকে কোনোভাবেই কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না। রাসুল (সা.) বলেন, ‘সে-ই মুসলমান, যার জিহ্বা ও হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর যে আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ পরিত্যাগ করেছে সে-ই প্রকৃত মুহাজির।’ (সহিহ বুখারি, হাদিস : ১০)

উৎপীড়নকারী জান্নাতে যাবে না : মানুষ স্বভাবতই সুন্দর ও ভালোকে ভালোবাসে। এক অর্থে মানুষ সুন্দরের পূজারি। মানুষ প্রকৃতই অন্যের ভালোবাসা প্রার্থনা করে, ভালো ব্যবহার আশা করে। ইসলাম মানুষের চাহিদা ও ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ঘোষণা করেছে—তুমি অন্যের কাছে যেমন ভালো ব্যবহার আশা রাখো, তুমিও তার সঙ্গে ভালো ব্যবহার করো। আর অন্যকে উৎপীড়ন না করা পুণ্যের কাজ।

জান্নাতে প্রবেশের সুপথ। উৎপীড়ন ব্যক্তিকে জাহান্নামে পৌঁছে দেবে। হাদিসে বিধৃত হয়েছে, ‘যে ব্যক্তি দোজখ থেকে মুক্তি ও জান্নাত লাভ করতে চায় সে যেন আল্লাহ ও আখিরাতের ওপর বিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে। এবং মানুষের সঙ্গে এমন ব্যবহার করে, যে ব্যবহার সে নিজে অন্যের কাছে আশা করে।’ (সহিহ মুসলিম সূত্রে রিয়াজুস সালেহিন, হাদিস : ১৫৬৬)

বাংলা৭১নিউজ/আরকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com