বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: ব্যাংকিং খাত থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তত্বাবধায়নে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পঞ্চগড় শাখা এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো এএসএম বুলবুল, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ আলী হায়দার মর্তুজা। উদ্বেধানী অনুষ্ঠানটিতে সভাপত্বি করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো মুন্সি আবু জাকারিয়া।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পার্সন মোঃ একরামুল হাসান ও মাসুদ রানা। পঞ্চগড় জেলা দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী হওয়ায় এ জেলার ব্যাংকারদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। কর্মশালায় জেলায় পরিচালিত সরকারি-বেসরকারি ৯টি ব্যাংকের বিভিন্ন শাখার ৫৭ জন ব্যাবস্থাপক ও সিনিয়র অফিসার অংশগ্রহন করেন।
বাংলা৭১নিউজ/জেএস