পূবালী ব্যাংক লিমিটেডের এন্টি মানি লন্ডারিং বিভাগের আয়োজনে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ মে) ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর, ঢাকা কেন্দ্রীয়, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলের শাখাসমূহ এবং ঢাকাস্থ আটটি কর্পোরেট শাখার ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কম্পলায়েন্স অফিসারবৃন্দ (বিএএমএলসিও) এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মো. আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এন্টি মানি লন্ডারিং কম্পলিয়ান্স অফিসার (সিএএমএলসিও) মোহাম্মদ শাহাদাত হোসেন।
প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মহসিন হোসাইনী, যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ ইসমাইল প্রধান। কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক, ডিসিএএমএলসিও এবং এন্টি মানি লন্ডারিং বিভাগের বিভাগ প্রধান শ্যাম সুন্দর বণিক।
বাংলা৭১নিউজ/এসএইচ