বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ পৌর এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে মানববন্ধন করেছে পৌর এলাকাবাসী।
সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপি এ কর্মসূচীতে বক্তব্য রাখেন পৌর মেয়র গাজী কমরুল হুদা সেলিম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ। মানিকগঞ্জ পৌরসভার নিবার্হী প্রকৌশলী বিল্লাল হোসেন, সহকারী প্রকৌশলী আ ন ম গিয়াস উদ্দিন, সচিব আলতাফ হোসেন, প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, , প্যানেল মেয়র আরশেদ আলী, সংরক্ষিত মহিলা আসনের সদস্য নাজমা আক্তার, ডাঃ জেসমিন আক্তার, সাবিবা হাবিব, ওয়ার্ড কাউন্সিলর সুভাষ সরকার, রতন মজুমদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমার গত কয়েক বছর যাবৎ গ্যাস বিল পরিশোধ করেও নিরবিছিন্ন সরবরাহ পাচ্ছিনা। বাসায় গ্যাস সরবরাহ না থাকায় গৃহীনিদের রান্না করতে কষ্ট হচ্ছে।গ্যাস কর্মকর্তাদের হুশিয়ারী দিয়ে তারা আরো বলেন, নিরিবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না করলে হাই কোর্টে রিট আবেদনসহ পৌরবাসীরা কঠোর আন্দোলনে নামবে।
বাংলা৭১নিউজ/জেএস