বাংলা৭১নিউজ , কুমিল্লা : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) শহীদ উল্লাহকে (৭২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে শহীদ উল্লাহকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে ঢাকায় ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, শহীদ উল্লাহ’র বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধে খুন এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস