বাংলা৭১নিউজ,শিশির বাপ্পি: সরল রেখার উপর ঢেউ তুলে যে কথা লিখে দেয় রাতের হুইসেল -কতটুকু জানো তুমি তার!
মেঘের সন্ন্যাসী হয়ে পড়ে থাকতাম পাপ ও পুনরুত্থানের মধ্য পাড়ায়।
– প্রেম অথবা মৃত্যুগামী উদাসীন ট্রেনের কামরায় তবু বসে রয়েছি ক্যানো?
কফিনের শবদেহ কাঁধে তুলতে হয় কেবল দগদগে যন্ত্রণা নিয়ে।
অথচ প্রেমের বিশুদ্ধতা ছড়ায় মুক্ত মেঘ; আবার মহিনের ঘোড়ার এক পাল পালিয়ে আছে একরাশ বিষন্নতায়।
দ্যাখতে চাও, জেগে থাকা সময়ের অশান্ত পথ অথবা সময়ের বিভীষিকাময় ক্রান্তিলগ্ন পড়ে থাকতে ডাস্টবিনে!
স্নায়ুতন্ত্রের যন্ত্রণায় ছটফট করছে রেডওয়াইনের একটি পেয়ালা; বহুদিন ভোর হয়না আমাদের।
হয় না আমাদের উষ্ণ সূর্য স্নান, কেবলই জেগে আছে মানচিত্রের দেয়াল।
বাংলা৭১নিউজ/সি এইস