বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে চালকের সহকারী খালেক মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ইউনুছ মিয়া (৪০) ও লিছু মিয়া (৩৫) নামের দুই ব্যক্তি আহতও হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার উপজেলার বাখরনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত খালেক কুষ্টিয়া জেলার লক্ষীপুর গ্রামের সাহেদ আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে একটি মালবাহী পিকআপ ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। আহত পিকআপ চালককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলা৭১নিউজ/পিআর