বাংলা৭১নিউজ, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। ঘটনার পর ২০ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও অন্তত আটজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন, বরগুনা জেলার কামাল উদ্দিন (৩৫)।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান উপজেলার ডাসার থানার ওসি এমদাদুল হক। তিনি বলেন, ভোরে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। পথে পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে আটজন।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।
বাংলা৭১নিউজ/এম