মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় ট্রাক্টর উল্টে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পথচারী।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টর চালক এনামুল হোসেন (২৫) ও তার সহকারী আরিফ শিকদার (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে গ্যারেজ থেকে ট্রাক্টর নিয়ে বের হন এনামুল ও আরিফ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ট্রাক্টর উল্টে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএকে